মূল পাতা আন্তর্জাতিক স্বাস্থ্যঝুঁকির কারণে অস্ট্রিয়ার বাজার থেকে ২ কোটি ৮০ লাখ বোতল তুলে নিচ্ছে কোকা-কোলা
আন্তর্জাতিক ডেস্ক 29 October, 2024 01:59 PM
অস্ট্রিয়ায় বাজার থেকে ২৮ মিলিয়ন অর্থাৎ ২ কোটি ৮০ লাখ আধা লিটার প্লাস্টিক বোতল তুলে নিচ্ছে কোকা-কোলা। উৎপাদনের সময়ে প্রযুক্তিগত ত্রুটির কারণে কিছু বোতলে ক্ষুদ্র ধাতব কণা থাকতে পারে– এই থেকে এসব বোতল তুলে নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভিয়েনা মার্কেট অথরিটির মুখপাত্র আলেক্সান্ডার হেঙ্গল এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এটি অস্ট্রিয়ায় গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে বড় (কোকা-কোলা পণ্য) প্রত্যাহার অভিযান।
কোকা-কোলা জানিয়েছে, কোক, ফান্টা, স্প্রাইট এবং মেজোমিক্স ব্র্যান্ডের যেসব বোতলের শেষ ব্যবহার তারিখ ২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি থেকে ১২ এপ্রিলের মধ্যে, সেগুলো এই তুলে নেওয়ার আওতায় পড়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, উৎপাদনের সময়কার একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে সীমিত সংখ্যক বোতলে ক্ষুদ্র ধাতব কণা থাকতে পারে। তবে ত্রুটিযুক্ত সম্পূর্ণ ব্যাচ পুরোপুরি বিক্রি হয়নি এবং অনেক বোতল এখনো প্রতিষ্ঠানের নিজস্ব চত্বরে বা গুদামে রয়েছে।
ভিয়েনার বাজার কর্তৃপক্ষ ও এর ৮০ জন পরিদর্শক নিশ্চিত করছেন, খুচরা বিক্রেতারা বোতলগুলো দোকান থেকে সরিয়ে নিচ্ছেন কি না। হেঙ্গল আশা করছেন, কয়েক সপ্তাহের মধ্যেই সেগুলো তুলে নেওয়া হবে।
সূত্র : রয়টার্স